
ব্রাক্ষণবাড়িয়া, নবীনগর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের ভোলাচং চৌধুরী পাড়ায় আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) হযরত দয়াল বাবা মোখলেছ শাহ (রঃ) স্বরণে ২৯ তম পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দরবার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হযরত দয়াল বাবা মোখলেছ শাহ (রঃ) ভক্ত ছেলে মোঃ সাত্তার মিয়ার বাড়িতে ওরশ উপলক্ষে বাদ মাগরিব মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও রাতে বাউল গানের আয়োজন করে ওরশ উৎযাপন কমিটি। বাউল গান পরিবেশন করে প্রখ্যাত বাউল শিল্পী মিজান সরকার ও মিতু দেওয়ান।এ রিপোর্ট লেখা পর্যন্ত আমন্ত্রিত দুই বাউল শিল্পী গান পরিবেশন করতে দেখা গেছে।
উক্ত ওরশে প্রধান মেহমান ছিলেন নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক পারভেজ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন,ছাত্রলীগ নেতা আওয়াল, সাফু,শাওন, সোহাগ মিয়া ও যুবলীগ নেতা রাকিব ও লেলিন প্রমুখ।
ওরশ মোবারক অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সাত্তার মিয়া, আসাদ মাস্টার,খোরশেদ মিয়া।
বাউল গানের আয়োজনে সঞ্চালনা করেন স্থানীয় সংস্কৃত কর্মী নাছির চৌধুরী।