
মোঃতারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।
চুয়াডাঙ্গা জীবননগর চ্যাংখালী রোড নারানপুর মোড় থেকে সকাল ১০ টার সময় ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ একজনকে জীবননগর থানা আটক করে ।
আবুল কালাম এর ছেলে জামিনুর (২১)গ্রাম ঃকস্টসিংগা থানা ও জেলা জামালপুরকে আটক করে।
জীবননগর থানার তদন্ত ওসি ফৈরদোস ওয়াহেদ গোপন সংবাদ এর ভিক্তিতে এস আই গাফফার, এস আই আনিস, সংগীয় ফোর্সসহ তাকে আটক করে একজন কে। আর একজন পালাতক আছেন।
থানার ইনচর্জ মোঃসেলিম মোল্লা জানান এই মামলার প্রক্রিয়াধীন।