মোঃ আবু হাসানুল হুদা রাশেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলায় তিনদিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন-২০২০ ইং শুরু হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীতকে আরো জনপ্রিয়তা করতে কবি নজরুল ইনস্টিটিউট (কেএনআই), সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় নজরুল সম্মেলন উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে ২২ ফেব্রয়ারী শনিবার সকাল ১০টার দিকে, পৌর পার্ক থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কে প্রর্দক্ষিণ করার পর একই স্থানে এসে শেষ হয় । প্রধার অতিথি হিসাবে র্যালীটির উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। পরবর্তীতে, বাঙ্গালী স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা পৌর শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আব্দুল মতিন সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আরো বক্তব্য রাখেন, কবি নজরুল ইনষ্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক অধ্যাপক কবি মুহাম্মদ নুরুল হুদ, জয়পুরহাট সরকারের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক সমীর কুমার সরকার এবং সাদুল্যাপুর কলেজের সাবেক অধ্যক্ষ জহুরুল কাইয়ুম।