
ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ব্রাক্ষণবাড়িয়া,নবীনগরে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাঙ্গরা বাজারের অগ্রণী ব্যাংকের নিচ তলায় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ নবীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সভাপতি রবিউল আওয়াল রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ও স্বাচিপের জেলা সেক্রেটারি ডা. মোহাম্মদ শাহ আলম।
মতবিনিময় সভায় মোঃ মাসুম রানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইউনুস মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব ফুরকানুল ইসলাম, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিব মিয়া, প্রেস ক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।