রাজনীতি
দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা। প্রধানমন্ত্রী

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন তৃণমূল পর্যায় পর্যন্ত সুনির্দিষ্ট একটি নির্দেশনা দিতে হবে যাতে কেউ দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় সুশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা জরুরি।প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।